Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও সিয়াম-পরী জুটি


২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৮

সিয়াম আহমেদ ও পরীমনি প্রথমবার একসাথে অভিনয় করেছেন ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। প্রথম ছবি মুক্তির আগেই এ জুটি আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের।

২০১৮-১৯ অর্থবছরে সরকারী অনুদানপ্রাপ্ত ছবিটি নির্মিত হচ্ছে প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। ‘নসু ডাকাত কুপোকাত’নাম ছিলো প্রথমে। সরকার থেকে ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে ছবিটি।

বিজ্ঞাপন

উপন্যাস থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য করছেন জাকারিয়া সৌখিন। সুন্দরবনের বিভিন্ন লোকেশনে আগামী ১৩ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

পরিচালক আবু রায়হন জুয়েল জানান, তারা ইতোমধ্যে ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শেষ করে এনেছেন।

নতেুন আরেকটি খবর হচ্ছে যার উপন্যাস অবলম্বনে ছবিটি হচ্ছে খ্যাতিমান লেখক মুহম্মদ জাফর ইকবাল এই ছবির জন্য একাধিক গানও লিখেছেন।’

আবু রায়হান জুয়েল জাকারিয়া শৌখিন পরীমণি সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর