Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিটরিং সেলে অভিযোগ বাড়ছে, ব্যবস্থার নির্দেশ সিইসির


১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৮

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে ঢুকতে না পারা, অস্ত্র নিয়ে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগের সংখ্যা বাড়ছে। আর এই অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন ঘটনায় ২১টি অভিযোগ এসেছে নির্বাচন কমিশন (ইসি) গঠিত মনিটরিং সেলে।

বিজ্ঞাপন

ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ ঋষি পাড়া, ১১৭১ নম্বর কেন্দ্রে এরই মধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু।

এদিকে দুপুর পৌনে ১টায় নির্বাচন ভবনের চার তলায় মনিটরিং সেল পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় তিনি অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর জবাবে মেজর রাজু বলেন, ‘পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। অস্ত্রসহ যাকে আটক করা হয়েছে, সেখানে দায়িত্বরত নির্বাহী হাকিম এরই মধ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।

ব্যবস্থা গ্রহণ মনিটরিং সেল সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর