Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বহিরাগত নয়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান’


৩০ জানুয়ারি ২০২০ ১৫:১৯

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বহিরাগতদের বিরুদ্ধে কোনো অভিযান চালানো হচ্ছে না। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, নির্বাচনে সহিংসতা করতে পারে তাদের ধরতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ কথা বলেন।

বিজ্ঞাপন

পত্র-পত্রিকায় খবর আসছে, এমনকি বিএনপিও অভিযোগ করেছে যে বহিরাগতদের নাম করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আসন্ন। এই নির্বাচন চলাকালে ঢাকায় কে বহিরাগত, কে স্থানীয় বাসিন্দা তা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। আমরা সেটা জানি। আসলে আমরা কোনো বহিরাগতকে গ্রেফতারে অভিযানে নামিনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ যেন বজায় থাকে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে সেদিকেই লক্ষ্য রাখছে পুলিশ।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে কোন রাজনৈতিক দলের তা আমাদের দেখার বিষয় নয়। এমনকি কোনো রাজনৈতিক দলের নেতা কি বললেন সেটাও দেখার বিষয় নয়। আমরা বিশেষ কোনো অভিযানে নামিনি। সন্ত্রাসী যদি হয় তাহলে সেটা নির্বাচনের আগে কি আর পরেই কি। সন্ত্রাসী-অস্ত্রধারীদের গ্রেফতার করবে পুলিশ। তবে নির্বাচনকালে পুলিশের অতিরিক্ত মুভমেন্ট তো থাকেই। নির্বাচন পরিপন্থি কোনো কাজ নিজেদের মধ্যেও হবে না। কোনো ব্যক্তি বা দল কিংবা সংগঠন, প্রার্থী কিংবা সমর্থক হোক নির্বাচন পরিপন্থি কিছু করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

অভিযান অস্ত্রধারী নির্বাচন পুলিশ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর