রাজধানীতে ‘বন্দুকযুদ্ধ’, ২ ‘ছিনতাইকারী’র মৃত্যু
৩০ জানুয়ারি ২০২০ ১৪:২৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৪:২৯
ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন মারা গেছেন। পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তি একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে খিলক্ষেত এলাকায় ডুমনি কালি মন্দির আহব পাড়া বরাবর ৩০০ ফিট রাস্তা ও দক্ষিণ পাশে সার্ভিস রোডের মাঝখানে ফাঁকা জায়গায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের খোঁজ পেয়ে খিলক্ষেত থানা পুলিশ অভিযানে যায়। পরে ছিনতাইকারীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হলে ওই চক্রের সদস্য নাজমুল ও মোটা শাহীন মারা যায়।
উপকমিশনার মাসুদুর রহমান জানান, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
‘বন্দুকযুদ্ধে’ যে দু’জন মারা গেছেন, তারা ছিনতাইসহ চারটি খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি, খিলক্ষেত থানায় দুইটি এবং ভাটারা থানায় একটি মামলা তদন্তাধীন আছে।
পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীতে বেশ কিছুদিন ধরেই একটি চক্র ছিনতাই করে আসছে। তারা যাত্রী সেজে সিএনজি ভাড়া করে। অনেক সময় সাধারণ যাত্রীদের সঙ্গে শেয়ারে সিএনজি ভাড়া নেয়। তারপর সুযোগ বুঝে চালক বা যাত্রীকে জিম্মি করে মারধর করত, তাদের কাছ থেকে সবকিছু ছিনতাই করে চোখ বেঁধে ফেলে রাখত। এই চক্রটি ‘গামছা পার্টি’ হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।