Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৮ জনকে নিয়োগের নির্দেশ


২৮ জানুয়ারি ২০২০ ১৩:৫৭

ঢাকা: বিগত ৩৪ ও ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৮ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি হাতে পাওয়ার ৬০ দিনের মধ্যে দুই বিসিএসে নিয়োগকৃতদের তারিখ থেকে এই ২৮ জনের নিয়োগ দিতে হবে।

পৃথক তিনটি রিটে মোট ২৮ জনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আদালতে ১০ জনের পক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন, ১৭ জনের পক্ষে ছিলেন মো. ছিদ্দিক উল্যাহ মিয়া ও ১ জনের পক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

মামলায় প্রথম রিটকারীর পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, ‘সুপারিশ করার পরেও তাদের নিয়োগ না দেওয়ার মুল কারণ হচ্ছে তাদের চাকরির বয়সসীমা পার করে দেওয়া। আদালত রুল অ্যাবসুলেট করে তাদেরকে নিয়োগ দিতে বলেছেন। যেই সময়ে তার (আবেদনকারী) সাথে অন্যরা যে তারিখে নিয়োগ পেয়েছেন সেই তারিখ থেকে তাদেরকেও নিয়োগ দিতে হবে। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।’

৩৪তম ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পেয়ে এই ২৮জন হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর আদালত রুল জারি করেন।

রুলে সুপারিশকৃত আবেদনকারীদের নিয়োগ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাদের নিয়োগ দিতে ও গেজেটে নাম প্রকাশ করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছিলেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

নিয়োগ বিসিএস হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর