Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি মেলার মাধ্যমে কর্মী নেবে বিপ্রপার্টি ডটকম


২৭ জানুয়ারি ২০২০ ০৫:০০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০২:২৫

ঢাকা: সঠিক চাকরি প্রার্থী খুঁজে পেতে কোম্পানিগুলোর নিয়োগকারীদের সহায়তা করতে এনআরবি জবস ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক যৌথভাবে আয়োজন করেছে চাকরি মেলার। এই মেলায় নিজেদের জন্য যোগ্য প্রার্থী খুঁজতে ওয়াক ইন ইন্টারভিউ (তাৎক্ষণিক সাক্ষাৎকার) নেবে বাংলাদেশের একমাত্র রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ২০২০ অনুষ্ঠিত হবে চাকরি মেলা। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ক্যাম্পাসে সকাল ১০টায় ফেয়ারের উদ্বোধন করা হবে। ২৭ তারিখ এই মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ২৮ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

মেলার উদ্দেশ্য শুধুমাত্র কোম্পানিগুলোকে সহায়তা করাই নয় বরং প্রত্যাশিত প্রার্থীদের, বিশেষ করে ইউএপি এর শিক্ষার্থীদের পেশাদারি কর্মজীবন শুরু করার জন্য সঠিক কর্ম প্রতিষ্ঠান নির্বাচন করতেও সাহায্য করা। মেলায় অংশ নেবে বেশ কয়েকটি স্থানীয় ও বহুজাতিক সংস্থা।

ইউএপি এর শিক্ষার্থীরা অংশগ্রহণকারী কোম্পানিগুলোর নিয়োগকর্তাদের সাথে তাদের স্টলে সরাসরি দেখা করতে পারবেন এবং সিভি জমা দিতে পারবেন। বাছাইকৃত প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভ্যিউয়ের জন্য ডাকা হবে। ফেয়ারে বিপ্রপার্টির নিজস্ব স্টল থাকছে এবং তাদের কোম্পানিতে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ পরিচালনা করবে বিপ্রপার্টি।

বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি বলেন ‘আমরা এই চাকরি মেলায় অংশ নিতে পেরে আনন্দিত। মেলার মাধ্যমে আমরা আমাদের কোম্পানির জন্য কিছু মেধাবী প্রার্থী খুঁজছি। সামগ্রিকভাবে মনে হয় এটি উভয়পক্ষের জন্য লাভবান হবে।’

বিজ্ঞাপন

ইন্টারভিউ চাকরি চাকরি মেলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর