‘রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায় বিশ্ব মানবতার পক্ষে’
২৫ জানুয়ারি ২০২০ ২০:৪০
ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায় বিশ্ব মানবতার পক্ষে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনই প্রফেনটেইন। তিনি বলেন, অন্তর্বর্তী এই আদেশের পর মিয়ানমারের বন্ধু রাষ্ট্রগুলো সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত ‘অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিজ রোহিঙ্গা ক্রাইসিস’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। সদ্য সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সেমিনারে মূল বক্তব্য দেন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনই প্রফেনটেইন বলেন, ‘মিয়ানমারের প্রতি কানাডা আহ্বান জানাচ্ছে, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করুন। রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ে বিশ্ব মানবতার পক্ষে রায় এসেছে। এই রায়ে আমরা খুব খুশি। তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ের। আমাদের আরও বহুদুর যেতে হবে। চূড়ান্ত রায়েও জয়লাভ করতে হবে।’
হাইকমিশনার বেনই প্রফেনটেইন বলেন, ‘আইসিজের মামলার সব পর্যায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীতে সহায়তা করতে এবং মানবতার পক্ষে বিচার নিশ্চিত করতে কানাডা সরকার সবধরনের সহযোগিতা করে যাবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কানাডা সবসময়ই রোহিঙ্গা ইস্যুতে প্রত্যক্ষভাবে নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কাজ করে যাবে। এই রায়ের পর মিয়ানমার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’
তিনি আরও বলেন, ‘যেসব বন্ধু রাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন করছে, আশা করব আইসিজের রায়ের পর সেইসব রাষ্ট্র মানবতার পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করবে। আমরাও তাদের ইতিবাচক ভূমিকা রাখার জন্য চেষ্টা করে যাব।’
সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘আইসিজের অন্তর্বর্তী আদেশ মূলত মানবতার জয়, মানবাধিকারের জন্য বড় উপহার। এই রায়ের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের জাতি পরিচয় ফিরে পাবে। পাশাপাশি এই রায়ের মাধ্যমে আরেকটি বিষয় পরিষ্কার হলো যে, বিশ্বের কোনো রাষ্ট্র কোনো জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়ন চালালে আইনের মুখোমুখি হতে হবে। স্বেচ্ছাচারী শাসকদের জন্য এই রায় একটি বড় শিক্ষা।’
তিনি আরও বলেন, ‘আইসিজের রায়ের পর বাংলাদেশকে এখন ব্যালান্স করে কৌশলী হয়ে এগুতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই রায় খুব বড় অর্জন। রোহিঙ্গারা মিয়ানমারে যে নিপীড়িত, নির্যাতিত এবং হত্যার শিকার তা এই রায়ের ফলে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে।’