Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির জনককে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ার পথে আ.লীগ


২৪ জানুয়ারি ২০২০ ০৯:০৫ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১২:০১

ঢাকা: দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা আজ শুক্রবার (২৪ জানুয়ারি) শ্রদ্ধা জানাবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। এ উদ্দেশে এরই মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পথে বাসযোগে রওনা হয়েছেন নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা।

পরে শেখ হাসিনা সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছে ১১টায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী, সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও হবে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৭টায় সংসদ ভবন চত্বরে মিডিয়া সেন্টারের সামনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বহনকারী বাস ছেড়ে যায় টুঙ্গিপাড়ার পথে। মোট ছয়টি বাসে করে কেন্দ্রীয় নেতারা পৌঁছাবেন টুঙ্গিপাড়ায়।

এর আগে, গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে কেন্দ্রীয় কমিটির ৪২ জনের নাম ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা।

চার দিন পর ২৬ ডিসেম্বর রাত সোয়া ৯টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটির আরও ৩২ জনের নাম ঘোষণা করেন। পরবর্তী সময়ে কমিটির বাকি সাত সদস্যের নামও ঘোষণা করা হয়।

নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর এই প্রথম এই কমিটির নেতাকর্মীদের নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি জাতির জনকের সমাধিকে শ্রদ্ধা টপ নিউজ টুঙ্গিপাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর