বিষপানে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দের ছেলে অভিজিতের মৃত্যু
২৩ জানুয়ারি ২০২০ ০০:০৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৮:২৭
ঢাকা: বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ। তিনি খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।
বুধবার (২২ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়ার নিজ বাড়িতে বিষপান করে অসুস্থ হন অভিজিৎ। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় তার।
সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ নিজেই তার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া অভিজিতের বড় ভাই বিশ্বজিৎ চন্দ্র চন্দও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, স্কয়ার হাসপাতালে অভিজিতের মৃত্যুর তথ্য নিশ্চিত করে হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা প্রভাকর রায় সারাবাংলাকে বলেন, অভিজিৎ চন্দ্র চন্দ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা আমরা পরিবারের সদস্যদের জানিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণ চন্দ্র চন্দের পরিবারের এক সদস্য সারাবাংলাকে বলেন, কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। বুধবার সকালে তিনি হারপিক পান করেন। এসময় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
এর আগে, ২০১৭ সালে মারা যান নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা বলে থাকেন, তিনিও বিষপান করেই মারা গিয়েছিলেন।