Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন


২০ জানুয়ারি ২০২০ ১৮:১৬

ফেনী: ক্ষুদে খেলোয়াড় অন্বেষণে ফেনীতে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯-২০২০ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ফেনীর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে ও ফেনী জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী পৌরসভার প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া অফিসার হারুন আল রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুর রশিদ মিলন, আবুল হাশেম, বাফুফে প্রতিনিধি মো. এনামুল হক, বাফুফে কোচ দীপক চন্দ্র নাথসহ জেলা ক্রীড়া সংস্থার নেতারা।

উদ্বোধনী খেলায় বান্দরবাবের ডনবস্কো উচ্চ বিদ্যালয় দলকে (২-০) হারিয়ে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুল দল জয়লাভ করে। জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ক ও খ গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে।

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর