Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরস্কৃত হলো নগদ


২০ জানুয়ারি ২০২০ ১৫:৪১

ঢাকা: দেশে ডিজিটাল আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ডাক অধিদফতর ও নগদকে যৌথভাবে পুরস্কৃত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। শনিবার (১৮ জানুয়ারি) ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপণী অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্টদের হাতে এই পুরস্কার তুলে দেন।

সোমবার (২০ জানুয়ারি) নগদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল নগদ’র বিভিন্ন উদ্যোগ ও সেবার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, স্বাগত বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান।

মাত্র ১০ মাসের পথচলায় নগদ’র উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আত্মপ্রকাশের এই অল্প সময়ের মধ্যে ‘নগদ’ প্রতিদিন ১০০ কোটি টাকা লেনদেন করছে, যা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মোবাইল ব্যাংকিংয়ে নজিরবিহীন। এছাড়া ‘নগদ’ ও রবি আজিয়াটা লিমিটেড ৫ কোটি মানুষকে অর্থনৈতিক অন্তর্ভূক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে, এটিও সারা বিশ্বে এই প্রথম।

আর্থিক সেবা ডিজিটাল বাংলাদেশ নগদ বাংলাদেশ ডাক অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর