Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাবিথের পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল


২০ জানুয়ারি ২০২০ ১২:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জনগণের বিপুল ভোটে তাবিথ আউয়াল বিজয়ী হবেন।’

সোমবার (২০ জানুয়ারী) সকালে রাজধানীর মিরপুর-৬ এলাকায় তাবিথের পক্ষে গণসংযোগে এসে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসেছি। এ নির্বাচনে ঢাকাবাসীর ধানের শীষের জন্য তাবিথ আউয়ালের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। এতে আমরা মনে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ নির্বাচনকে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ নির্বাচন জনগণকে সম্পৃক্ত করার আন্দোলন হিসেবে আমরা নিয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় তাহলে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং নগরবাসীর নাগরিক যে কষ্ট তার থেকে মুক্তির জন্য তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছে সে কর্মসূচি প্রচারে জনগণ ঐক্যবদ্ধ হবে এবং তাবিথ আউয়ালের ধানের শীষের সুনিশ্চিত বিজয় হবে।’

ভোটের তারিখ পরিবর্তন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনে যারা দায়িত্বপালন করছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তারিখ পরিবর্তনে তারা নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে। কারণ তাদের আগেই দেখা উচিত ছিল সরস্বতী পূজার বিষয়টি। এ নির্বাচন কমিশন অযোগ্য। জাতীয় নির্বাচনেও একই ঘটনা ঘটিয়েছিল। আমরা মনে করি, নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত উপেক্ষা করে ধানের শীষে তাবিথ বিজয়ী হবে।’

নির্বাচনে বিএনপির উদ্দেশে প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক আন্দোলনেরর পক্ষে নিয়ে যেতে চায়।’ এরপর তাবিথকে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের ভোট চাইতে লিফলেট বিতরণ শুরু করেন।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো