Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


১৮ জানুয়ারি ২০২০ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উজিরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত দুই শিশু হলো- আরাফাত ছানি (৫) ও তার ফুপাতো বোন মারিয়া আক্তার (৩)। আরাফাত শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সবার অজ্ঞাতে ছানি ও মারিয়া খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পাশ্ববর্তী গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।