Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজয়ের সঙ্গে ময়দানে নামলেন প্রিয়ামনি


১৮ জানুয়ারি ২০২০ ১৬:৩১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৬:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজয় দেবগনের নতুন সিনেমা ময়দানের কাস্টিং পরিবর্তন করা হয়েছে। মাত্র একদিন অভিনয় করেই ছবি থেকে সরে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ।

বলিউড হাঙ্গামার খবরে জানা যায়, প্রথম দিন ক্যামেরার সামনে অভিনয় করার পর কীর্তি সুরেশ ও সিনেমাটির নির্মাতা বুঝতে পারেন, যে চরিত্রে তিনি অভিনয় করছেন তাতে আরও বয়স্ক কাউকে দরকার। তাই এ চরিত্রে আরেক জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী প্রিয়ামনিকে চূড়ান্ত করা হয়।

দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রিয়ামনি খুবই জনপ্রিয় নাম। দক্ষিণের প্রত্যেকটি ভাষায় ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এ গুণী অভিনেত্রী। এছাড়াও তিনটি ফিল্মফেয়ার এওয়ার্ড রয়েছে তার নামের পাশে।

বিজ্ঞাপন

ময়দান সিনেমাটি ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প নিয়ে নির্মিত। ওই সময়ের তারকা কোচ সৈয়দ আব্দুল রহিমের বায়োপিক হতে যাচ্ছে ছবিটি। আব্দুর রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। ছবিতে একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন প্রিয়ামনি।

জি স্টুডিও, বনি কাপুর, আকাশ চাওয়াল এবং অরুনাভ জয় সেনগুপ্তের প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা।