Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকে গেলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী


১৮ জানুয়ারি ২০২০ ১৩:২৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৪:১১

পদত্যাগপত্র জমা দিয়েও এ যাত্রায় টিকে গেলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক। প্রেসিডেন্টের অর্থনীতি বিষয়ক জ্ঞানের সমালোচনা করে একটি অডিও টেপ ফাঁস হওয়ার ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। তবে এ পদত্যাগপত্র গ্রহণ না করে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্টের অর্থনৈতিক জ্ঞানের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী- এমন একটি অডিও ফাঁস হয় বুধবার (১৫ জানুয়ারি)। এর পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী। এমন রাজনৈতিক সংকটে পদত্যাগপত্র জমা দিলেও এ অডিও টেপটিকে বানোয়াট বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক।

বিজ্ঞাপন

ফাঁস হওয়া ওই অডিও টেপে শোনা যায়, প্রেসিডেন্ট জেলেনস্কির  অর্থনৈতিক জ্ঞানকে ‘প্রাচীনকালের’ বলে মন্তব্য করেন এক ব্যাক্তি। বক্তার কন্ঠের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্ঠের হুবুহু মিল থাকায় অভিযোগ উঠে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তবে অডিও টেপের বক্তা আসলেই প্রধানমন্ত্রী কি না তা নিশ্চিত হওয়া যায়নি।  অডিও টেপ ফাঁস হওয়ার পর গত আগস্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ৩৫ বছর বয়েসি প্রধানমন্ত্রী ব্যাপক রাজনৈতিক চাপে পড়েন। চাপ সামলাতে প্রেসিডেন্টের দফতর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে প্রেসিডেন্ট এ পদত্যাগপত্র গ্রহণ না করে প্রধানমন্ত্রীকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে পদত্যাগপত্র প্রসঙ্গে প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, বিষয়টি বিবেচনার জন্য আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কথিত বক্তব্য নিয়ে ইউক্রেন পার্লামেন্টের নিম্নকক্ষে উত্তপ্ত আলোচনা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইউক্রেন পার্লামেন্টের নিম্নকক্ষে প্রেসিডেন্ট জেলেনস্কির দল সারভেন্ট অব পিপলস পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত অগাস্টের নির্বাচনে জেলেনস্কির দল জয়লাভ করে সরকার গঠন করে। এ সরকারের প্রধানমন্ত্রী করা হয় ওলেক্সি হনচারুককে।

ইউক্রেন প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক ভ্লদিমির জেলেনস্কি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর