Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ হলে চলবে ‘কাঠবিড়ালী’


১৬ জানুয়ারি ২০২০ ১৪:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীকাল ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’। ছবিটি ১৮ টি সিনেমা হলে চলবে। ছবির অফিসিয়াল পেইজে হল লিস্ট প্রকাশ করা হয়েছে।

১৮ হলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, বলাকা, মধুমিতা ও শ্যামলী। এছাড়া নারায়ণগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, পাবনা ও বরিশালে ছবিটি চলবে।

‘কাঠবিড়ালী’র কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

বিজ্ঞাপন

ছবিটির শুটিং শুরু হয়েছিলো ২০১৭ সালের ২ মার্চ। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে পরিচালক গত বছর ছবিটির শুটিং শেষ করেন।

‘চিলেকোঠা ফিল্মস’ প্রযোজিত ছবিটির গত ২৭ ডিসেম্বর পাবনার একটি গ্রামে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।