Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু


১৪ জানুয়ারি ২০২০ ১৪:১৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৪:২৭

ঢাকা: রাজধানীর আসাদগেটে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৪২) নামের একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি মিরপুর এলাকার ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

সোমবার ( ১৩ জানুয়ারি) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছোটভাই জুবায়ের হোসেন সারাবাংলাকে জানান, তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।তিনি মিরপুর ১ লালকুঠি বড় মসজিদের পাশে ফাহাদ ফুড অ্যান্ড বেকারী নামের ব্যবসা প্রতিষ্ঠান চালান।

বিজ্ঞাপন

জুবায়ের হোসেন, রাতে মোটরসাইকেল নিয়ে টাকা কালেকশনে বের হয়েছিলেন কাদের। আসাদগেট এলাকায় আসলে ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) হাফিজুর রহমান জানান, রাত ১২ টার দিকে ট্রাকের ধাক্কায় আহত হন কাদের। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরোহী মৃত্যু মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর