ইজতেমায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে চিকিৎসাসেবা
১২ জানুয়ারি ২০২০ ২২:১৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ২২:১৬
যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চিকিৎসাসেবা কেন্দ্র পরিদর্শন ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ, প্রধান কার্যালয়ের উচ্চপদস্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশন চেয়ারম্যান আশা করেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ইজতেমায় ৩৫-৪০ হাজার মুসল্লিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করবে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ।