Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার ওপর হামলা হয়েছে, প্রচার চালাতে পারছি না: তাবিথ


১২ জানুয়ারি ২০২০ ১৩:১৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৩:২০

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী নিজেই। তিনি বলেন, ‘আমার ওপর হামলা হয়েছে, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এই কারণে প্রচারকাজ চালাতে পারছি না।’

রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে মিরপুর এক নম্বর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তাবিথ আউয়াল। এতে একজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

মিরপুর শাহ আলী মাজার এলাকা থেকে তৃতীয় দিনের মতো সকালে গণসংযোগ চালাতে গেলে হামলার শিকার হন জানিয়ে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘প্রতিপক্ষের লোকজন, জয়বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করেছে। আমরা প্রচারকাজ চালাতে পারছি না। শান্তিপূর্ণভাবে আমরা প্রচার চালাতে চাই।’

তাবিথ আরও বলেন, ‘গতকালও আমার কর্মীদের ওপর হামলা হ‌য়ে‌ছে। আজও একই ঘটনা ঘটছে। তা ইসিকে জানা‌ব। প্রচারণাকালে নির্বাচন ক‌মিশনা‌রের ভূ‌মিকার দি‌কে তা‌কি‌য়ে আছি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখিনি।’

এ সময় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে নাগরিক সমস্যার ১২টি জায়গা চিহ্নিত করেছি। দায়িত্ব পেলে এই ১২টি জায়গায় আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ শুরু করব। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এই লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর ‘দুর্নীতিতে ভরে গেছে’। মেয়র নির্বাচিত হলে তিনি সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চান বলে জানান।

এ সম‌য়ে বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদ‌লের সভাপতি সাইফুল আলম নীরব, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দে‌লোয়ার হো‌সেন দুলু, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, স্বেচ্ছা‌সেবক দল উত্ত‌রের সভাপ‌তি ফখরুল ইসলাম র‌বিন, সাধারণ সম্পাদক রে‌জোওয়ান ইসলাম রিয়াজসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

টপ নিউজ ডিএনসিসি তাবিথ আউয়াল মেয়র নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর