Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার দ্বিতীয় দিনে চলছে ইমান-আক্বিদার বয়ান


১১ জানুয়ারি ২০২০ ১০:৩৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১১:৪৯

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা। শনিবার (১১ জানুয়ারি) সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

গত কয়েক বছরের তুলনায় এবারে ইজতেমায় মুসল্লির সংখ্যা বেড়েছে। ফলে মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে গতরাতে ইজতেমায় আসা আরও ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ ও ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান। ফজরের নামাজের পর তাদের দুই জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এনিয়ে এবারের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হলো।

আয়োজকরা জানিয়েছে, আজ জোহরের নামাজের পর মাওলানা ইসমাইল, আসরের নামাজের পর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান ও মাগরিবের নামাজের পর মাওলানা দেওলা বয়ান করবেন।

ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা টপ নিউজ দ্বিতীয় দিন বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর