সারাদেশে ট্রেনের নতুন সময়সূচি, বিপাকে যাত্রীরা
১১ জানুয়ারি ২০২০ ০২:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ০১:৪৮
ঢাকা: সারাদেশে ট্রেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার ( ১০ জানুয়ারি ) ভোর থেকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ৬৭ টি ট্রেন ওই নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে। সরেজমিনে দেখা গেছে, সিলেটগামী পারাবত এক্সপ্রেস নতুন সময়সূচিতে সকাল ৬টা ৪৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে ছেড়ে গেছে।
এদিকে, নতুন সময়সূচি অনুযায়ী পূর্বাঞ্চলের ট্রেনের ব্যাপারে যাত্রীদের অনাগ্রহ দেখা গেছে। যাত্রীদের অনেকেই জানিয়েছেন, এই নতুন সময়সূচির কারণে ট্রেন ভ্রমণে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। পরিবর্তীত সময়সূচি না জানায় অনেকে ট্রেন ধরতে পারেননি। আবার, কাঙ্ক্ষিত ট্রেনের সময়সূচি না জানায় ট্রেনের অপেক্ষায় স্টেশনে বহু সময় অলস সময় কাটাতে হবে এমন আশঙ্কায় ভুগছেন যাত্রীরা।
এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল সারাবাংলাকে জানান, পূর্বাঞ্চলের যাত্রীদের অভিযোগ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। শুক্রবার (১০ জানুয়ারি) থেকে নতুন সময়সূচিতে ট্রেন চলা শুরু হয়েছে। যাত্রীরা হয়তো কিছুদিনের মধ্যে নতুন সূচিতে অভ্যস্ত হয়ে যাবেন।
সোহাগ আহমেদ নামে একজন যাত্রী জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস বিকেল ৪টার পরিবর্তে ৩টায় এগিয়ে নেওয়া হয়েছে। এতে অফিস শেষ করে অনেকেই ট্রেন ধরতে পারবেন না। পরে তাদের বাসে করে ছুটতে হবে। এতে বেসরকারি বাস মালিক লাভবান হবে আর সরকারের ট্রেন বছরে ক্ষতি গুনবে।
এছাড়াও, পূর্বাঞ্চলের ময়মংসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণাগামী ট্রেনের যাত্রীদের সময়সূচি নিয়ে ক্ষোভ দেখা গেছে। এ অঞ্চলের হাওড় এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস রাত ১২টার পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বে। আর ভাওয়াল এক্সপ্রেসও রাত ৯টার পরিবর্তে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।
পূর্বাঞ্চলের অনেকেই গফরগাঁও ও ময়মনসিংহ থেকে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করেন। তাছাড়া অনেকেই অন্যান্য শহর থেকে ঢাকায় এসে রাতের এই ট্রেন দুটিতে করে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে যাতায়াত করেন। নতুন সময়সূচিতে ট্রেনে যাতায়াত তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।
ময়মসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার নজরুল ইসলাম সারাবাংলাকে জানান, অনেক যাত্রী নতুন সময়সূচি নিয়ে তাদের কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কিশোরগঞ্জ গফরগাঁও জামালপুর নতুন সময়সূচি পারাবত এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ সিলেট হাওড় এক্সপ্রেস