Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনী ক্যাম্প উদ্বোধন: ইসির শোকজের জবাব দিলেন আতিক


৮ জানুয়ারি ২০২০ ২২:২১

ঢাকা: ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনকে নিয়ে উত্তরায় ক্যাম্প উদ্বোধন করায় দুটি ধারায় আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। জবাবে তিনি বলেছেন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, তাই আচরণবিধি লঙ্ঘন হয়নি। তবে নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের বিষয়টি জবাবে উল্লেখ করেননি তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাছে শোকজের জবাবটি পৌঁছে দেওয়া হয়।

শোকজের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এ দলের নেতৃত্বে বাংলাদেশ আজ স্বাধীন ও স্বার্বভৌম। এ সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। সে অনুযায়ী আমি গতবছরের ৩১ ডিসেম্বর সকাল ১১ টা ৫৫ মিনিটে আপনার কাছে মনোনয়নপত্র দাখিল করি। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আইনানুযায়ী আমি মনোনয়ন দাখিলের আগের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করি ‘

তিনি আরও বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহের সময় পাঁচজন সমর্থকসহ উপস্থিত থাকার বিধান থাকলেও একজন মাত্র প্রতিনিধি আমার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী থাকা সত্ত্বেও মনোনয়নপত্র দাখিলের সময় সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১১-তে বর্ণিত বিধান অনুসরণ করে পাঁচজন সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করি।

রিটার্নিং অফিসারের ১ জানুয়ারি ২০২০ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ২০২০ তারিখ ৯ টা ৩০ মিনিট থেকে ১০ ঘটিকার মধ্যে মেয়র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি-৫ অনুযায়ী ১০ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০ টার আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার করা যাবে না, সে সম্পর্কে আমি অবগত আছি। আমার মনোনয়ন উপলক্ষে উত্তরা থানা আওয়ামী লীগ একটি মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমি যোগদান করি। কিন্তু কোনো প্রকার নির্বাচনী প্রচরণামূলক বক্তব্য দেইনি। এতে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে হয় না।’

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা, ২০১০ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-তে বর্ণিত আইন ও বিধিতে নির্দেশিত ধারা ও বিধি বিধানগুলো মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দ্বারা আচারণ বিধি লঙ্ঘন হয় নাই, হবেও না।’

এদিকে শোকশ নোটিশের জবার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। সারাবাংলাকে তিনি বলেন, ‘আমরা ক্যাম্পের বিষয়টি জানতে চেয়েছিলাম। তবে জবাবের চিঠিতে সেটি উল্লেখ নেই। কিন্তু আতিকুল ইসলাম জবাবে বলেছেন আচরনবিধি মেনে চলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ জাতীয় কাজ আর করবেন না।’

এর আগে, গত ০৬ জানুয়ারি সোমবার রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে আতিকুল ইসলামকে ক্যাম্প উদ্বোধনের বিষয়ে দুইদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘আপনি গত ৫ জানুয়ারি ২০২০ তারিখে একজন সংসদ সদস্যকে সাথে নিয়ে উত্তরা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন। যা গত ৫ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং ৬ জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ ও বিধি ২২ এর সুস্পষ্ট লঙ্ঘন বিধায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২ (দুই) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এর আগে, গত ৫ জানুয়ারি সকালে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতিকুলের উত্তরা শাখার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন মেয়রপ্রার্থীর জন্য দোয়া চান। এ সময় আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

আতিকুল জবাব শোকজ