মার্কিন সেনা উৎখাতই হবে সোলাইমানি হত্যার প্রতিশোধ!
৮ জানুয়ারি ২০২০ ২০:৪৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ২০:৫২
মধ্যপ্রাচ্য ও অত্র অঞ্চল থেকে মার্কিন সেনাদের সরাতে পারলেই শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানি হত্যার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
এক টুইটার বার্তায় তিনি একথা জানান। খবর বিবিসির।
সোলাইমানিকে নায়কোচিত যোদ্ধা উল্লেখ করে রুহানি টুইটে লেখেন, আইএস, আল নুসরা ও আল কায়েদার বিরুদ্ধে জেনারেল সোলাইমানি নায়কের মতো লড়েছেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে না লড়লে ইউরোপীয় শহরগুলো হুমকির মুখে পড়ত। তাকে হত্যায় আমাদের উপযুক্ত জবাব হবে মার্কিন সৈন্যদের এই অঞ্চল-ছাড়া করা।
অন্য একটি টুইটে রুহানি আরও জানান, মার্কিনবিরোধী প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরান ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে।
আরও পড়ুন:-
ট্রাম্প চাইলে যুদ্ধ, ট্রাম্প চাইলে শান্তি
মিসাইল হামলায় ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ হত্যার দাবি ইরানের (ভিডিও)
সোলাইমানি হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান
রাশিয়ার ‘সংহতি’, চীনের ‘সংযম’, তবে ইরান চায় ‘প্রতিশোধ’
ইরাকে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, যাচ্ছে ৩ হাজার সেনা
ইরাক ইরান জেনারেল কাসেম সোলাইমানি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হাসান রুহানি মিসাইল হমালা যুক্তরাষ্ট্র যুদ্ধ