Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার ৫শ কিলোমিটার দূরে মিসাইল ছুড়তে পারে ইরান! (ভিডিও)


৮ জানুয়ারি ২০২০ ১৭:৩৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৯:০২

বেশ কয়েক যুগ থেকে নিজেদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সক্ষমতা বাড়িয়ে চলছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরানেরই সবচেয়ে বেশি মিসাইল মজুত রয়েছে। যদিও সামরিক ব্যয়ের হিসেবে প্রতিপক্ষ সৌদি আরবের চেয়ে অনেক পিছিয়ে দেশটি।

ইরানের কব্জায় রয়েছে স্বল্প-পাল্লার মিসাইল ও দীর্ঘ-পাল্লার ক্রুজ মিসাইল। এগুলোর পাল্লা ৩০০ কিলোমিটার থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত। ধারণা করা হয়, সোভিয়েত, উত্তর কোরিয়া ও নিজেদের প্রযুক্তির মিশেলে ইরান তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা জোরদার করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইলগুলো আঘাত হানতে পারবে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, ইরানের বর্তমানে ইন্টার-কন্টিনেন্টাল মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নেই। তবে তারা নিজেদের মহাকাশ প্রযুক্তি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। ২০১৫ সালে পরমাণু চুক্তির ফলে এ ধরনের মিসাইল পরীক্ষা কার্যক্রম পিছিয়ে দেয় ইরান।

যেসব মিসাইল বা ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের

ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে, শাহাব ১ ও ফাতেহ ১০১ এর পাল্লা ৩০০ কিলোমিটার। শাহাব ২ আকাশপথে অতিক্রম করতে পারে ৫০০ কিলোমিটার, জুলফাগর ছুটতে পারে ৭০০ কিলোমিটার দূরে। কিয়াম ১ এর পাল্লা ৮০০ কিলোমিটার। এছাড়া, গদর, সেইজিল ও খোরমশহর নামে তিনটি মিসাইল রয়েছে ইরানের যেগুলো ২০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে। এছাড়া সোমুর নামে ক্রুজ মিসাইল ২৫০০ কিলোমিটার ভ্রমণ করতে পারে বলে দাবি ইরানের।

আল-জাজিরা থেকে অনূদিত।

আরও পড়ুন:-

ট্রাম্প চাইলে যুদ্ধ, ট্রাম্প চাইলে শান্তি

বিজ্ঞাপন

মিসাইল হামলায় ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ হত্যার দাবি ইরানের (ভিডিও)

সোলাইমানি হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান

রাশিয়ার ‘সংহতি’, চীনের ‘সংযম’, তবে ইরান চায় ‘প্রতিশোধ’

ইরাকে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, যাচ্ছে ৩ হাজার সেনা

ইরাক ইরান জেনারেল কাসেম সোলাইমানি ডোনাল্ড ট্রাম্প মিসাইল হমালা যুক্তরাষ্ট্র যুদ্ধ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর