আম আদমি পার্টি পাঁচ বছর দিল্লিবাসীকে বিভ্রান্ত করেছে: অমিত শাহ্
৭ জানুয়ারি ২০২০ ১২:৩৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৪:৫৩
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ্ বলেছেন, আম আদমি পার্টির সরকার পাঁচ বছর ধরে দিল্লিবাসীকে বিভ্রান্ত করেছে। ফেব্রুয়ারি ৮ তারিখের দিল্লি বিধানসভা নির্বাচনে জিতে নতুন কোনো দল আম আদমি পার্টির এই বিভ্রান্তির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
এ বিষয়ে, সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় করা সিরিজ টুইট বার্তায় অমিত শাহ্ জানিয়েছেন, আম আদমি পার্টির সরকার তার পাঁচ বছর মেয়াদে শুধু প্রতিশ্রুতিই দিয়েছে। এখন শেষ তিন মাসে এসে তারা সরকারি অর্থ ব্যয় করে নিজেদের প্রচারণার কাজ করছে।
आज चुनाव आयोग द्वारा दिल्ली में विधानसभा चुनाव की घोषणा का हम हृदय से स्वागत करते हैं। यह चुनाव हमारी दिल्ली को विकास में अग्रणी बनाने की नीवं रखने का काम करेगा। मैं आशा करता हूँ कि दिल्ली की जनता अधिक से अधिक संख्या में मतदान कर एक नया कीर्तिमान बनायेगी।
— Amit Shah (@AmitShah) January 6, 2020
তিনি আরও বলেছেন, আম আদমি পার্টি সরকারের প্রতিশ্রুতি অনুসারে এখনও দিল্লিতে ফ্রি ওয়াইফাই এবং কলেজ ও হাসপাতালগুলোতে ১৫ লাখ সিসিটিভি ক্যামেরা খুঁজে ফিরছে মানুষ, কিন্তু তার দেখা নেই।
এর আগে, ভারতের নির্বাচন কমিশন ৭০ সদস্য বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেব্রুয়ারির ৮ তারিখ। ফলাফল ঘোষণার তারিখ ফেব্রুয়ারির ১১ নির্ধারণ করে।
এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অমিত শাহ্ তার সিরিজ টুইট বার্তায় বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে দিল্লির উন্নয়নের ভিত্তিপ্রস্থর স্থাপিত হবে।
অমিত শাহ্ আম আদমি পার্টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি দিল্লি বিধানসভা নির্বাচন ভারত