Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে মোংলায় ভারতীয় কোস্টগার্ডের ২ জাহাজ


৬ জানুয়ারি ২০২০ ২১:২২

ঢাকা: শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ আইসিজিএস সুজয় ও আইসিজিএস সরোজিনী নাইডু। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বিনিময়ের অংশ হিসেবে সোমবার (৬ জানুয়ারি) মোংলা বন্দরে এসে পৌঁছে জাহাজু দুটি।

ঢাকার ভারতীয় মিশন জানিয়েছে, আগামী তিনদিন দুইদেশের কোস্টগার্ডের সদস্যরা মতবিনিময়ের পাশাপাশি দূষণ প্রতিরোধের মতো পারস্পরিক আগ্রহের ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ নেবে। এই মিথস্ক্রিয়া দুই বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং এর ফলে উভয় দেশের সামুদ্রিক সুরক্ষা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

আইসিজিএস সুজয় একটি ১০৫ মিটার সামুদ্রিক টহল জাহাজ, যা ২০১৭ সালের ২৭ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ডে যুক্ত হয়। এটি প্রাথমিকভাবে ভারতের সামুদ্রিক অঞ্চলের সার্বক্ষণিক আবহাওয়া পর্যবেক্ষণ এবং সমন্বিত হেলিকপ্টার পরিচালনা করতে সক্ষম।

আইসিজিএস সরোজিনী নাইডু একটি ৫০ মিটার দীর্ঘ টহল জাহাজ, যা ১১ নভেম্বর ২০০২ ভারতীয় কোস্টগার্ডে যুক্ত হয়। এটি প্রথম জাহাজ যেটিতে ওয়াটারজেট প্রপালশন সিস্টেম রয়েছে। আইসিজিএস সরোজিনী নাইডু  টহল, অনুসন্ধান ও উদ্ধার,  চোরাচালান ও সন্ত্রাসবিরোধী অভিযান, জেলেদের সুরক্ষা এবং বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রজাতির রক্ষার জন্য তৈরি করা হয়েছে।

সারাবাংলার মোংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু জানিয়েছেন, ২০১৫ সালে দুই বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে এই কার্যক্রম পরিচালিত হলেও এবারই প্রথম মোংলায় ভিড়লো শুভেচ্ছা সফরের জাহাজ।

মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংসি জানান, দুপুরে সরকারের পক্ষ থেকে তারা জাহাজদুটিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এই সফরে জাহাজদুটির সদস্য বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করবেন। সেক্ষেত্রেও সব ধরনের সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড পশ্চিম জোনের চিফ স্টাফ অফিসার কমান্ডার এমএম আনোয়ারুল করিম জানান, বাংলাদেশের কোস্ট গার্ডের সদস্যরা ভারতে সফরে গিয়েছিল। ভারতীয় এই বাহিনীর সদস্যরাও মোংলায় এসেছেন। এই সফরের ফলে দুই বাহিনীর সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আইসিজিএস সরোজিনী নাইডু আইসিজিএস সুজয় ভারতীয় কোস্টগার্ড মোংলা বন্দর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর