Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারহীনতার কারণেই বারবার ধর্ষণ: ডাকসু ভিপি


৬ জানুয়ারি ২০২০ ১৪:০৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৪:০৭

ঢাবি: বিচারহীনতার কারণে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সোমবার (৬ জানুয়ারি) ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় শিক্ষার্থীর অবরোধে সংহতি জানিয়ে তিনি এ ক্ষোভ জানান।

ডাকসু ভিপি বলেন, ‘এর আগে এরকম অনেক ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়ে বিচার চাইতে গিয়ে এখনোও অনেকে হয়রানির শিকার হচ্ছেন। আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বসে থাকার সুযোগ নেই। আমি ছাত্র জনতাকে সম্মিলিতভাবে এ ধরনের ঘটনা রুখে দিতে আহ্বান করছি। শুধু মাত্র বক্তব্য, সেমিনার ও নারীর অধিকার নিয়ে কথা বললেই হবে না।’

বিজ্ঞাপন

আমরা এখানে শাহবাগ অবরোধ করে আন্দোলন করতে আসেনি জানিয়ে নুর বলেন, ‘ধর্ষণের মতো জঘন্য ঘটনার বিচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করার কথা নয়। আমাদের দেশে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, আন্দোলন ছাড়া কোনো ঘটনার বিচার হয় না।’

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সেখানে এসে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সেখানে আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী তাসনিমা বলেন, ‘ধর্ষণের বিচার চাইবো, সে সাহস আমার নেই, কারণ বাংলাদেশে ধর্ষণের বিচার হয় না। পত্রিকায় ধর্ষিতার ছবি ছাপা হয়, তাকে সবাই চেনে। কিন্তু ধর্ষককে কেউ চেনে না। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী বলে আমরা এখানে এসেছি, অথচ বাংলাদেশে প্রতিনিয়ত এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে।’

পরে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ভিপি শেখ তাসনিম ইমি আগামীকাল আবার বিক্ষোভের ডাক দিয়ে অবরোধ কর্মসূচি শেষ করেন। এসময় শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে যায়।

বিজ্ঞাপন

ডাকসু ভিপি নুর ঢাবি শিক্ষার্থী ধর্ষণ ধর্ষণের ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর