Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যতই মতবিভেদ হোক ইজতেমা বাংলাদেশেই হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


২ জানুয়ারি ২০২০ ২০:০৭

গাজীপুর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের মধ্যে মতবিভেদ সৃষ্টি হয়েছে। তবে যতই মতপার্থক্য হোক ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজতেমায় আগত মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় এর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’ বিদেশি মেহমানদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে যাচাই-বাছাই করে সব বিদেশি মেহমানদের ভিসা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন


সভায় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

এছাড়া সভায় ইজতেমার দুই পক্ষের ৫ জন করে দশজন শীর্ষ মুরুব্বি অংশ নেন। তাদের মধ্যে দুই জন বক্তব্য রাখেন।

ইজতেমা বিশ্ব ইজতেমা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর