Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না’


২ জানুয়ারি ২০২০ ১৮:৩৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১৮:৪৯

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: গুজবের কারণেই দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে রিউমার (গুজব) চলছে। আমি বাজারে বিভিন্ন এজেন্সির লোকের রিউমারগুলো চিহ্নিত করতে বলেছি। গুজব ঠেকানোর জন্য পুঁজিবাজারের বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে হবে। গুজব দ্রুত সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুঁজিবাজার নিয়ে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনি দুর্বলতা রয়েছে। সেগুলো দূরও করতে বলেছি। নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম আরও সমন্বিত করতে হবে।

মন্ত্রী জানান, অনেকেই মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানোর দাবি জানিয়েছেন। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, টাকার মান কমানো হবে না।

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী এবং পরিচালক রকিবুর রহমান, শাকিল রিজভী ও মিনাহাজ মান্নান; বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এবং কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামি, ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডিএসই পুঁজিবাজার বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর