Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযান, ২০০ বিঘা গাঁজার ক্ষেত ধ্বংস


২ জানুয়ারি ২০২০ ১৭:১৯

খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রায় ২০০ বিঘা গাঁজা ক্ষেত পুড়িয়ে ধ্বংস করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলার দুল্যাছড়ি পাড়া এলাকায় মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের নেতৃত্বে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

মহালছড়ি সেনা জোনের অধিনায়ক মেহেদী হাসান জানান, আগামী ৩ দিন গাঁজা ক্ষেত ধ্বংসের পাশাপাশি আশপাশের এলাকায় ড্রোন ও পেট্রলিং করে আরও অনুসন্ধান চলবে। অভিযানে পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলো।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, ৩৫টি ক্ষেতে আনুমানিক ৪০ টনের মতো গাঁজার চাষ হয়েছিলো।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভুইয়া জানান দুল্যাছড়ি এলাকায় প্রায় ৫০/৬০টি পরিবারের বসবাস। অভিযানের সময় কোনো বাড়ি-ঘরেই লোকজন দেখা যায়নি। ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় কারা গাঁজা চাষ করেছে, এই বিষয়ে জানা যায়নি।

এর আগে, গত ২০ ডিসেম্বর খাগড়াছড়িতে গাঁজার ক্ষেত ধ্বংসে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী।

২০০ বিঘা গাঁজা ক্ষেত সেনাবাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর