উৎসবে ৩০ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই
১ জানুয়ারি ২০২০ ১৯:৩১ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৯:৪৮
ক্লাস আর পরীক্ষার ব্যস্ততা নেই। তাই নতুন বছরের প্রথম দিনটা কেটে যায় নতুন বইয়ের সঙ্গে মিতালি করে। নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন গল্প, ছবির সঙ্গে যেন শুরু হয় জীবনের নতুন গল্প। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরের প্রথম দিনেও সারাদেশে শুরু হয়েছে বই উৎসব। বুধবার (১ জানুয়ারি) প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বই উৎসবের ছবি তুলেছেন সারাবাংলা সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান