Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে তাকে নিয়ে বই


৩১ ডিসেম্বর ২০১৯ ২০:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এর জন্মদিনে প্রকাশিত হলো তাকে নিয়ে বই ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। সম্পাদনা করেছেন ডিআইজি হাবিবুর রহমান পিপিএম (বার), পিপিএম (বার)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, র‍্যাব ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রকাশনা উৎসবে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, কথাশিল্পী ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বইয়ের সম্পাদক ডিআইজি হাবিবুর রহমান, স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে লেখা বইটিতে তার বাল্যকাল, পড়াশোনা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়াবলী উঠে এসেছে।

আসাদুজ্জামান খান ইমদাদুল হক মিলন বই সেলিনা হোসেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর