লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা
৩১ ডিসেম্বর ২০১৯ ১৯:২৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ২০:১৬
ঢাকা: রাজধানীর লালবাগে তুষার নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডাকেল কলেজ হাসপাতালে( ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তুষারের মামা জাকির হোসেন জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে। তিনি জানান, লালবাগের একটি স্কুল থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেয় তুষার। আজ ফল প্রকাশের পর জানা যায় সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর থেকেই মন খারাপ করে ছিলো তুষার। পরে সবার অগোচরে বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।