Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার গ্রেফতার


৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪

সাতক্ষীরা: ঘুষ নেওয়া এক লাখ টাকাসহ সাতক্ষীরার শ্যামনগরের সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জীকে (৩২) গ্রেফতার করেছে দুর্নীদতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কিছুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে এই কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশ হয়ে আসছিল। তারই জের ধরে দুদকের একটি দল পার্থ প্রতীমকে নজরদারীতে রাখে ও এক পর্যায়ে ঘুষের টাকাসহই গ্রেফতার করে।

বিজ্ঞাপন

দুদকের সহকারী পরচিালক তরুণ কান্তি ঘোষ জানান, সাব-রেজিস্ট্রার পার্থ প্রতীম দেববহাটা উপজেলার দায়িত্বে ছিলেন। এরসঙ্গে তিনি শ্যামনগরের অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রেজা ১ একর ২ শতক জমি কেনেন। ওই জমির রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার বোনের ছেলে শফিকুল ইসলামের কাছ থেকে পার্থ প্রতীম এক লাখ টাকা দাবি করনে। সেই টাকা নিয়ে শফিকুল সোমবার সন্ধ্যায় সাব রেজিস্টার পার্থ প্রতীম মুখার্জীর শহরের ভাড়া বাড়িতে যান।

এই খবর পেয়ে দুদকের উপ-পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে সহকারী পরচিালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরচিালক নীল কমল পাল, ফয়সাল কাদের ও সহ পরর্দিশক শ্যামল চন্দ্র সেনসহ দুদকের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে টাকাসহই পার্থকে গ্রেফতার করে।

এ ঘটনায় দুদকের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘুষের টাকাসহ গ্রেফতার দুদকের অভিযান পার্থ প্রতীম সাব রেজিস্ট্রার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর