পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোয় জঙ্গি হামলা, মৃত ১২২
২৫ ডিসেম্বর ২০১৯ ১৬:০৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ২০:০৭
পশ্চিমা আফ্রিকার দেশ বুরকিনো ফাসোয় জঙ্গি ও সেনাবাহিনীর সংঘর্ষে জঙ্গি, সেনাসদস্য ও বেসামরিক জনগণসহ অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ডয়চে ভেলে।
বুরকিনো ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান ইউনাইটেড নিউজকে ওই সংঘর্ষের ঘটনা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে ৩৫ বেসামরিক নাগরিক ৮০ জঙ্গি এবং ৭ সেনা সদস্য রয়েছে। বেসামরিক নাগরিকদের অধিকাংশই নারী।
এদিকে, দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, মালি সীমান্তের কাছাকাছি জঙ্গিদের সাথে সেনাবাহিনীর কয়েকঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। প্রথমে জঙ্গিরা হামলা চালালে পরে সেনাবাহিনী এর বীরত্বপূর্ণ জবাব দিয়েছে।
বেশ কয়েকটি ইসলামী জঙ্গি গ্রুপ বুরকিনা ফাসোতে সক্রিয় থাকলেও এখন পর্যন্ত কেউ এই হামলার দাআয় স্বীকার করেনি।