Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ লাখ টাকা উদ্ধার


২৪ ডিসেম্বর ২০১৯ ২১:৫২

ঝালকাঠি: ঝালকাঠির আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় পাসপোর্ট গ্রহীতাদের কাছ থেকে নেওয়া দুই লাখ ১২ টাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেবব্রত মন্ডল।

দুদকের এই কর্মকর্তা জানান, ঝালকাঠির আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সবসময়ই দালালে ঠাসা থাকে বলে তাদের কাছে খবর আসে। দুদক জানতে পারে, নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া কোনো পাসপোর্ট হয় না। অনেক সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও পাসপোর্ট প্রতি অতিরিক্ত ১৫০০ টাকা করে নেন।

এসব অভিযোগের ভিত্তিতেই দুপুরে বরিশাল পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। এসময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তল্লাশি করা হয়। অফিসটির একটি কক্ষের লকার থেকে দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদকের দাবি, এই টাকা বিভিন্ন পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ঘুষের টাকা ঝালকাঠি পাসপোর্ট অফিস দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর