কর্ণফুলীতে নৌকাকে জাহাজের ধাক্কা, মাঝি নিখোঁজ
২৪ ডিসেম্বর ২০১৯ ২০:৪৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ২১:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটারেজ জাহাজের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে এক মাঝি তলিয়ে গেছেন। তাকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার বাংলাবাজার নৌকাঘাটের অদূরে এই ঘটনা ঘটেছে।
নিখোঁজ নুর মোহাম্মদ (৪৫) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জনৈক আবুল হোসেনের ছেলে।
ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার ইফতেখার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘নগরীর বাংলাবাজার ঘাট থেকে নিয়মিত ছোট নৌকায় দক্ষিণে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ঘাটে যাত্রী পার করেন নুর মোহাম্মদ। সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বাংলাবাজার থেকে নৌকা নিয়ে তিনি রওনা হয়েছিলেন। ঘাটের একেবারে কাছাকাছিতে এমভি কিং ফিশার নামে একটি লাইটারেজ জাহাজ তার নৌকাকে ধাক্কা দেয়। এতে নুর মোহম্মদ নদীতে পড়ে তলিয়ে গেছেন। আমাদের ডুবুরি দল তাকে উদ্ধারে নদীতে তল্লাশি করছে।’