Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা অনিয়ম করে তদন্তের মুখে বিএসএমএমইউ’র ডা. আনোয়ার


২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০০:০৪

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)’র কমিউনিটি অপথালমোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. চৌধুরী মোহাম্মদ আনোয়ারের অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ ডিসেম্বর সারাবাংলা ডটনেটে তার অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠনের এ নির্দেশ দেওয়া হলো।

সোমবার (২৩ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৬ দিনই বাইরে প্র্যাকটিস তার, বিএসএমএমইউতে হাজিরা নামকাওয়াস্তে!

সারাবাংলা ডটনেটে বিএসএমএমইউ’র কমিউনিটি অপথালমোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. চৌধুরী মোহাম্মদ আনোয়ারের অনিয়মের বিষয়ে একটি প্রতিবেদন করা হয়। প্রতিবেদনে মাসের অধিকাংশ দিনই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে উল্লেখ করা হয়। সেইসঙ্গে অফিস চলাকালীন তিনি বাইরে চেম্বার করেন বলেও প্রমাণ তুলে ধরা হয়।

এ বিষয়ে উপাচার্য ডা. কনককান্তি বড়ুয়া বলেন, ‘বিএসএমএমইউ’তে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। এরই মধ্যে ডা. চৌধুরী মোহাম্মদ আনোয়ারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির তদন্ত রিপোর্ট পাওয়া পর আমরা অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

কমিউনিটি অপথালমোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমরা ডা. চৌধুরী মোহাম্মদ আনোয়ারের কার্যালয়ের অনুপস্থিত থাকার বিষয়ে কর্তৃপক্ষকে আগেই অবহিত করেছি। বিভাগের পক্ষ থেকেও জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

অনিয়মের পরেও বিভাগে কিভাবে চাকরি করেন সেটি জানতে চাইলে ডা. শরফুদ্দিন আহমেদ বলেন, ‘প্যালিয়াটিভ কেয়ারে নিয়োগ নিয়েছিলেন ডা. চৌধুরী মোহাম্মদ আনোয়ার। সেখান থেকে আমাদের বিভাগে আসেন। তাই উনার বিষয়ে আলাদা করে বিভাগীয়ভাবে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান তদন্ত কমিটি গঠন প্রসঙ্গে সারাবাংলাকে বলেন, ‘এরই মধ্যে উপাচার্য মহোদয়ের সিদ্ধান্ত পেয়েছি। খুব দ্রুতই আমরা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

টপ নিউজ ডা. আনোয়ার তদন্ত কমিটি বিএসএমএমইউ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর