ভিপি নুরকে কেবিনে স্থানান্তর
২২ ডিসেম্বর ২০১৯ ২২:৪৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় আহত ডাকসুর ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে তাকে কেবিনে নেওয়া হয়। সেইসঙ্গে ওই ঘটনায় আহত সোহেলকেও কেবিনে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের আহত ভিপি নুর
ঢামেকের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, রাতে নুর ও সোহেলকে কেবিনে স্থানান্তরিত করা হয়। এছাড়া সন্ধ্যার দিকে ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আমিনুল নামের একজনককে জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি রাখা হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় ২৪ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে আসে। এর মধ্যে ২০জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে হামলার শুরু করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’, শেষ করে ‘ছাত্রলীগ’
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে।