Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত-কুয়াশার পর এবার বৃষ্টির শঙ্কা


২১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৩:১৮

ঢাকা: যে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা দেশ সেটি পুরোপুরি পরিস্কার হতে বৃষ্টির প্রয়োজন। আর চার থেকে পাঁচদিন পরেই রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া অফিস বলছে, কিছুটা বৃষ্টি হলেই কেটে যাবে কুয়াশা। আর রোদ উঠলে দিনের তাপমাত্রাও সহনীয় হয়ে আসবে।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সারাবাংলাকে এসব কথা জানান।

এই আবহাওয়াবিদ বলেন, আজ কোথাও শৈত্যপ্রবাহ নেই। অর্থাৎ ১০ ডিগ্রির নিচে কোথাও তাপমাত্রা নেই। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। সেখানে আজ ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা না থাকলে শৈত্যপ্রবাহ বলা হয় না। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এখন যে শীত, সেটির মূল কারণ দিনের তাপমাত্রা কমে যাওয়া। গত কয়েকদিনে যেহেতু রোদ ওঠেনি তাই দিনের তাপমাত্রা বেশ করে গেছে। সেইসঙ্গে আছে বাতাস। আর সে কারণেই বেশি শীত অনুভূত হচ্ছে।

শনিবার ঢাকা, রংপুর আর যশোরে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে এটাকে মৌসুমের স্বাভাবিক শীত বলেই মন্তব্য করেন হাফিজুর রহমান।

ঘন কুয়াশার বিষয়ে তিনি বলেন, আগামী ২৫, ২৬ তারিখের দিকে বৃষ্টির শঙ্কা আছে। বৃষ্টি হলে এই কুয়াশা কেটে যাবে।

এছাড়া, ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে শীত অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। কারণ জানুয়ারি-ফেব্রুয়ারি পুরোটাই বাংলাদেশের শীতের মৌসুম। এই সময় শীত পড়বে, এটাই স্বাভাবিক। হয়তো কোনো কোনো বছর শীত কম পড়ে, কোনো বছর বেশি পড়ে।

আবহাওয়া আবহাওয়া অধিদফতর কুয়াশা টপ নিউজ বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর