Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার


২০ ডিসেম্বর ২০১৯ ২০:০৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ২০:১১

ঠাকুরগাঁও: নিখোঁজের ৪ দিন পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা হকের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপাড়া এলাকায় ইয়াসিন হাবিব কাননের বাসার একটি রুম থেকে মাটি খুঁড়ে শিশু সুমনা হকের মরদেহ উদ্ধার করা হয়।

সুমনা হক শহরের গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রিয়াজ আহমেদ নামে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় ইয়াসিন হাবীব কাননের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয় সুমনা নামের শিশুটি। পরে তার বাবা থানায় একটি জিডি করে। এরপর মেয়ের পরিবারের সঙ্গে কথা বলা হলে তারা জানান পাশের বাসায় খেলতে যাওয়ার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই এলাকার ইয়াসিন হাবীব কাননের বাসায় নজরদারি শুরু করা হয়।

পরে ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে সন্দেহ হলে বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে। জিজ্ঞাবাদে রিয়াজ হত্যার বিষয়টি স্বীকার করে সে। পরে তার তথ্যে বাসার একটি রুমের ভেতরে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। তিনি জানান, কি কারণে এই হত্যা, তা এখনও সঠিক বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, হত্যাকারীর শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বড়মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের করে। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও মরদেহ উদ্ধার শিশু হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর