অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:০৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৭
অস্ট্রেলিয়ায় গড় তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। ২০১৩ সালের ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেছনে পড়ে যায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। এদিন তাপমাত্রা দাঁড়ায় ৪০.৯ ডিগ্রি সেলসিয়াসে।
তবে একদিন না যেতেই বুধবার (১৮ ডিসেম্বর) তাপমাত্রা ছুঁয়েছে রেকর্ড ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এর ভয়ংকর দাবানলের মাঝেই দেশটিতে তাপমাত্রার এই বৃদ্ধি হল। বর্তমানে অগ্নিনির্বাপণ কর্মীরা রাজ্যটিতে অন্তত ১০০টি দাবানল নেভানোর চেষ্টা করছে।
রাজ্যনির্বাহী গ্লাডেস বারজেকিলান নিউ সাউথ ওয়েলসে ৭ দিনের জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, আগামী কয়েকদিনের জন্য সবচেয়ে ভাবনার বিষয় হলো, প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে চলা তাপমাত্রা।
অন্যতম বাণিজ্যিক শহর সিডনিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। আগামী কিছুদিন এই তাপমাত্রা আরও বাড়তে পারে।