বনানীতে চীনা নাগরিক হত্যায় ২ আসামির রিমান্ড
১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:০২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২৩
ঢাকা: রাজধানীর বনানীতে চীনা নাগরিক হত্যায় গুলশান থেকে গ্রেফতার হওয়া দুইজনকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
গ্রেফতার দুইজন হলেন, আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।
বুধবার (১৮ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুল হক আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
‘বড়লোক হওয়ার উচ্চাকাঙ্ক্ষায় চীনা নাগরিককে হত্যা’
গত ১১ ডিসেম্বর দুপুর ১টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার ভেতর থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাউজিয়ান ইউ (৪৭) নামের ওই ব্যক্তির পুরো শরীর মাটি চাপা দেওয়া থাকলেও এক হাতের একটি অংশ বাইরে ছিল।
প্রসঙ্গত, ইউ একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে দীর্ঘ এক বছর ধরে বসবাস করে আসছিলেন। তিনি চীন থেকে পাথর ও নিমার্ণ সামগ্রী আমদানি করে পদ্মাসেতু ও পায়রাবন্দরে সরবরাহ করতেন বলে ডিবি পুলিশ জানতে পেরেছে।