Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক


১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:১৯

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে পাঁচটি রামদা, ছয়টি ছুরি এবং আরও কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার রাখালিয়া বাজারের পাশ থেকে তাদের আটক করা হয়। এরা হলেন— রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. লাভু (২০), বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের ফয়সাল (১৯) ও সদর উপজেলার ৪ নং চর রুহিতা ইউনিয়নের মো. রায়হান (১৯)।

বিজ্ঞাপন

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।

ডাকাত দেশীয় অস্ত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর