‘লজ্জা থেকে মুক্তি পেতে কর দিন’
১০ ডিসেম্বর ২০১৯ ২১:০০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ২১:৪৯
ঢাকা: দেশের অথর্নীতি অত্যন্ত শক্তিশালী উল্লেখ করে অথর্মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবাই মেহেরবানি করে ভালো কাজে যুক্ত হন। লজ্জা থেকে মুক্তি পেতে কর দিন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীরর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অথর্মন্ত্রী বলেন, আমরা কাউকে হয়রানি করব না। কেউ হয়রানি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। ব্যবসায়ীদের জন্য আমার দরজা জানালা সবসময় খোলা। আমরা মানুষকে সেবা দেব, ভালোবাসা দেব। মনের মাধুরী মিশিয়ে সেবা দিয়ে ভালোবাসতে চাই। ভ্যাট আইনের সবকিছু আমার চেনা জানা। আমি সৌভাগ্যবান এই আইন বাস্তবায়ন করে চলছি।’
মুস্তফা কামাল আরও বলেন, ‘আপনাদের মধ্যে যাদের অবস্থা ভালো তারা কর দেবেন- এটা আমার অনুরোধ। আমাদের ভালো কাজ করতে হবে।’
সম্মাননা অনুষ্ঠানে জাতীয় পযার্য়ে ৯টি ও জেলা পযার্য়ে ২৫টি সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
এর আগে সকালে এনবিআরের সামনে ভ্যাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে ভ্যাট দিবসের অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
এনবিআরের শুল্ক রফতানি ও বন্ড সদস্য সুলতান মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এনবিআরের শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তজার্তিক বাণিজ্য সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, মূসক নীতি সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, মূসক বাস্তবায়ন ও আইটি সদস্য মো. জামাল হোসেন, ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের কমিশনার জাকিয়া সুলতানা, ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান প্রমুখ।