Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারীদের স্থান নেই: শেখ হেলাল


১০ ডিসেম্বর ২০১৯ ০৫:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাংলাদেশ আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক কারবারীদের স্থান নেই বলে হুঁশিয়ার করে দিয়েছেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। দলের কোনো নেতা যেন স্বাধীনতা বিরোধী ও তাদের পরিবারের সদস্যদের আওয়ামী লীগে ঠাঁই না দেন, সেই অনুরোধও করেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। ওয়ান ইলেভেনসহ দলের দুর্দিনে তৃণমূলের পরিক্ষীত নেতাকর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছে। দলে তাদের যথাযথ মুল্যায়ন করতে হবে।’

বিজ্ঞাপন

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা মীর্জা আজম এমপি, এম এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট সদরের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ অন্যরা।

পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে ড. মোজাম্মেল হোসেনকে সভাপতি, শেখ কামরুজ্জামন টুকুকে সাধারণ সম্পাদক ও খান হাবিবুর রহমানকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি শেখ হেলাল উদ্দীন।