Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোন কাঁদছে, আর সরকার উৎসব করছে’


৬ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৯ ১৮:৫১

ঢাকা: ‘মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ৫০ জন নারী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে বেশি মনে করছেন না। সরকারও মধ্যপ্রাচ্যে নারীদের মৃত্যুতে কোনো প্রতিবাদ করেননি। তারা ক্ষমতায় আছেন বলে সারাদেশে উৎসব করে বেড়াচ্ছেন। আর মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোন কাঁদছে, নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হয়ে মারা যাচ্ছে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না এসব কথা বলেন। ‘নাগরিক নারী ঐক্যে’র উদ্যোগে দেশে ও মধ্যপ্রাচ্যে নির্যাতনে নারীর মৃত্যু, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধি, দুর্বিষহ জীবনের অবসান দাবিতে এই মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

মাহামুদুর রহমান মান্না বলেন, ‘স্বাধীনতার সময় দেশের জন্য ২ লাখেরও বেশি মা- বোন ইজ্জ্বত দিয়েছেন। তখন দেশের জন্য মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন সোনার বাংলা গড়বে বলে। কিন্তু সেই দেশ কি আমরা পেয়েছি? না পাইনি। বর্তমানে দেশে ৫ কোটি মানুষ বেকার বসে আছেন। লাখ লাখ মানুষ মানবেতর জীবন পার করছেন।’

দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রসঙ্গে মান্না বলেন, ‘যেভাবে পেঁয়াজ থেকে শুরু সব পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে, গত ৫০ বছরেও তা বাড়েনি। বর্তমানে সরকারকে মানুষ ভোট দেয়নি, তারা জোর করে ক্ষমতায় এসেছে। এজন্য কোনো কাজই ঠিক মতো করতে পারছে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি বিষয়ে তিনি বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দেন, তারপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো। তখন আদালত বলতে পারতো আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেলের রিপোর্ট যেন তারা জমা দেন। কিন্তু আদালত সেটা না করে আগামী ১২ ডিসেম্বর শুনানির ফের দিন ধার্য করেছে। দুই কোটি টাকার মামলায় ১০ বছরের কারাদণ্ড হতে পারে না। তাহলে তারা কি আদালত অবমাননা করেননি? সময় আসছে, দিন আসছে, মানুষ মাঠে নামবে। জোর করে হলেও সব অধিকার আদায় করে নেবে।’

বিজ্ঞাপন

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- নাগরিক নারী ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী বেগম, অ্যাড শিউলি সুলতানাসহ অন্যরা।

৫০ জন নারী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মধ্যপ্রাচ্য

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর