Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পিক আপের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু


৬ ডিসেম্বর ২০১৯ ০৩:০৭

ঠাকুরগাঁও: সদর উপজেলার সালন্দর ইউনিয়নের  চৌধুরী হাট রেডিও সেন্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় তনুশ্রী রায় নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে  রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে।

মৃত তনুশ্রী রায় কচুবাড়ি বোর্ড অফিস এলাকার হরিদাশ চন্দ্র রা‍য়ের কন্যা। সে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। সারাবাংলাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুপুরের দিকে স্কুল থেকে সাইকেল যোগে বাসায় যাবার পাথে সদর উপজেলার সিংপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ  তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে কর্তবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। রংপুর যাবার পথেই তার মৃত্যু হয়।

তনুশ্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে।

ঠাকুরগাঁও পিকআপ মৃত্যু সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর