Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ


৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৭

নরসিংদী: নরসিংদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের শালিধা মধ্যপাড়া এলাকার একটি ভাঙারি দোকানে এই ‘ধর্ষণচেষ্টার’ ঘটনা ঘটে। আটক লুৎফর রহমান জয়পুরহাট জেলার বাসিন্দা। তিনি নরসিংদী পৌর শহরের শালিধা এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই শিশু চকলেট কেনার জন্য দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে শিশুটির মা ও অন্যান্যরা তাকে খুঁজতে বের হয়। সড়কের পাশের একটি গোডাউনে শিশুটির চিৎকার শুনতে পায় তারা। এসময় গোডাউনের সামনে দাঁড়ানো রাকিব, রনি ও রোকন নামে ৩ বখাটে যুবক তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গোডাউনের ভেতর থেকে ‘ধর্ষণচেষ্টার’ সময় অভিযুক্ত লুৎফর রহমানকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়।

এক পর্যায়ে উত্তেজিত স্থানীয়রা আটক লুৎফর রহমানকে গণপিটুনি দেয়। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে নিয়ে যায় ও চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান।

টপ নিউজ ধর্ষণচেষ্টা নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর