Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংগদুতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি উদযাপন


৩ ডিসেম্বর ২০১৯ ০২:১৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ০১:৪৫

রাঙ্গামাটি: তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি উদযাপন করছে রাঙ্গামাটি লংগদু জোন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে একটি শান্তি র‌্যালির আয়োজন করা হয়। লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মিরাজ হায়দার চৌধুরী পায়রা উড়িয়ে র‌্যালিটির উদ্বোধন করেন।

র‌্যালিটি লংগদু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা মাঠে এসে শেষ হয়। লংগদু উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ প্রায় সহস্রাধিক লোক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

পরে লংগদু জোন কমান্ডারের সভাপতিত্বে উপজেলা হলে শান্তিচুক্তি দিবসের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় বক্তব্য রাখেন লংগদু উপজেলা চেয়ারম্যান মো. বারেক সরকার, ইউএনও প্রবীর কুমার রায় ও আটরকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গলকান্তি চাকমা। সভায় পার্বত্য চট্টগ্রাম ও লংগদু উপজেলার শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন সম্পর্কিত ব্যাপারে আলোচনা করা হয়।

পরে দুপুরে দুদিন ব্যাপী শান্তি মেলা এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

এছাড়া বিকেলে লংগদু উপজেলা মাঠে লংগদু জোন কর্তৃক এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। ম্যাচে অংশগ্রহণ করে লংগদু উপজেলা ফুটবল টিম এবং মাইনীমুখ আর্মি ক্যাম্প টিম। প্রীতি ম্যাচ শেষে জোন কমান্ডার, লংগদু জোন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

লংগদু শান্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর